একটি মাছের মৃত্যু দেখে
বৃষ্টি ঝরে নদীর বুকে;
একটি মাছের জন্ম দেখে
বাস্প উড়ে নদীর ডানায়।
একটি ফুলের ঝরতে থাকা
কান্না নামায় বাগানজুড়ে।
একটি ফুলের ফুটতে থাকা
সুখ এনে দেয় বাগানপাড়ায়।
একটি প্রেমের মৃত্যু দেখে
স্রষ্টা ভীষণ মুষড়ে পড়ে;
একটি প্রেমের জন্ম হলে
এক মহাকাল কাঁদতে থাকে।
একটি সূর্য উদয় হলে
নদীর বুকে সহস্র সুখ।
একটি সূর্য ডুবতে গেলে
হাজার নদী মৃত্যু গুণে।
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।