হাতের মাঝে তরল ঘড়ি কাঁপে
ঘড়ির চোখে নিহিল নিবিড় রাত;
ঘুমের গ্লাসে তরল স্বপন রাখি
অস্থিরতায় বাড়তে থাকে প্রেম।

গোলাপ ফুলের কসম কেটে বলি
আকাঙ্ক্ষাতে নদীর যুগল চোখ।
এই প্রেমেতে নিৎসে-ফ্রয়েড হাসে
সূর্য তবুও রৌদ্র ছড়ায় মাঠে।

আসো, মিশো, হারিয়ে যাও বুকে
দীর্ঘ-শ্বাসের বাস্প রাখো ঠোঁটে।
একটি তুলি রঙের চুমু মেখে
নদীর বুকে মিশিয়ে বেড়ায় রঙ।

সর্বকালের সর্ব-কঠিন পাপ
জড়িয়ে রাখি মাংসে-বুকে-ঠোঁটে।
তবুও তুমি রাখবে চোখে চোখ?
পড়বে তুমি পাপের কাব্যগাঁথা?
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।