অস্তিত্বের ভঙ্গুর পিঁড়ি টেনে নিয়ে
নিজের কাছে নিজেই বসি।
ক্লান্ত বোতামের প্রাগৈতিহাসিক সংসারে
ছড়িয়ে আছে ঝিনুক-জীবনের খুদ।
নিখুঁত ডালপালা নিয়ে একটি গোলাপ গাছ
বড় হয়ে দেখে, তারপাশে, আরেকটি সে
এবং অবিন্যস্ত ইতিহাস বই, ইবনে বতুতা।
মিনার্ভা দেবীর পোষা পেঁচা ক্ষুধার্ত থাকে,
সন্ধান করে জলের বোতাম, খসড়া কবিতা।
কবিতার পঙক্তি খেয়ে মিনার্ভার পেঁচা ঘুমিয়ে পড়ে;
ঘুম ভেঙে দেখে সে হয়ে গেছে এক কম্পমান অপরাজিতা।
পৃথিবীর সকল কবিতায়, সকল বৃক্ষে,
সকল ফুলেতে, সকল নদীতে,
সকল নৌকায়, সুন্দরের যথার্থ প্রতিশব্দ খুঁজি।
কিন্তু, তুমি, পৃথিবীর সকল সুন্দরের যথার্থ প্রতিশব্দ।
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।