শরতের নির্জন সকালে ফুটে থাকা এক
সিক্ত সূর্যমুখী- তুমি।
বিধ্বস্ত সফেদ মেঘ তাকিয়ে থাকে
তোমার দিকে, অবিরাম, অপলক।

অজন্তা কিংবা ইলোরার প্রাগৈতিহাসিক গুহায়
কোনো এক উদাসীন অভ্রান্ত তান্ত্রিক
তোমার কথা ভাবছে।
এই ভাবনায় দুধকুমার নদীতে
জন্ম নিচ্ছে দুরন্ত শাপলাপাতা মাছ।

সিক্ত সূর্যমুখী, তুমি নেফারতিতির প্রতিচ্ছবি।
তোমার রাজসিক মুকুটে লেখা আছে
শতাব্দীর করুণতম কবিতা
এবং ভালোবাসার অর্বাচীন ইতিহাস।

সিক্ত সুর্যমুখী, তুমি, প্রতিদিন সাতশো সাত বার হেসো।
তুমি হাসলেই স্বর্গের প্রতি স্তরে স্তরে জন্ম নেয়
তোমার মতো রঙিন প্রজাপতি-পরী-ফুল।
------------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।