সূর্যমুখীর চোখের ভেতর যুগল কলস
কলস মাঝে আনৈতারার নীল-ধ্রুপদী-জল।
জলের ভেতর যুগল-পুঁটির প্রণয় চলে
পুঁটির চোখে শামুক ছড়ায় মগ্ন খোলস।

শামুক শিখে প্রেম-গণিতের পরম ধ্রুবক
চোখে চোখে সূক্ষ্ম-কঠিন নীল জ্যামিতি।
সূর্য শিখে ধান-গণিতের নামতাগুলো
ধানের আওয়াজ ঘুম ভেঙে দেয় আনৈতারার।

সুখের দেহে আঘাত করে স্মৃতির চাবুক
নদীর বুকে সূর্যালোকের তৃষ্ণা প্রচুর।
সূর্যের আশায় বয়ে বেড়ায় নিঘুম নদী
রক্তকণা ভুগছে কঠিন প্রীতির রোগে।
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।