সে মেয়েটি আবার এসে বলবে আমায়্
বুকের কোথায় কোথায় ব্যত্থা তোমার?
দিনগুলো সব অযত্মতে নষ্ট হলো,
কেন চোখের ভেতর লাল রঙেরা খেলা করে।
কেন অবহেলায় ঠোট পুড়েছে সিগারেটে
কেন মদের বোতল নিশিথ রাতের বন্ধু হল,
কেন রাতের পথে অন্ধকারের সঙ্গি তুমি!
বিষন্নতায় দিনটি কেন ঘুমে কাটে?
কথা ছিল বিকেলবেলা কাব্য নিয়ে খেলা হবে,
কথা ছিল চোখের সাথে চোখের মধুর মিলন হবে,
শক্ত-কঠোর চুক্তি ছিল কষ্ট মোছার,
চুক্তি ভেঙে যুক্তিহীনা করল এ কি?
প্রেমের রাবার এমন কেন অবাক আমি,
কেন মুছতে গেলে কষ্ট কেবল নকল করে!
আমার মাঝের আমিটাকে দেখল না সে।
যে আমিটা মোটেও আমি নই রে কভু,
সেই আমিকেই জীবন ভরে দেখে গেল।
যে আমিটা আমার মাঝে চুপটি করে শুয়ে আছে,
সেই আমিকেই ডাকতে হবে,
ডাকার মতো ডাকতে হবে।
সেই আমিটা জাগলে দুজন সুখী হব।
সত্যি খুবই সুখী হব,
সত্যিকারের সুখীর মতো সুখী হব,
ফুলের মাঝে পরাগরেণু সুখী যেমন!