তোমার মাঝে তোমাকে দেখি না, সূর্যমুখী দেখি-
সূর্যমুখী ফুলে নৌকার মতো ঘন কালো বীজ
এবং শরীরে হলুদ রঙের নির্নিমেষ উৎসব।

তোমাকে অনুভব করি তীব্রতম দুপুরে
মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম- জনমানবহীন,
যেন মহামারিতে সাফ হয়ে গেছে, এমন সময়ে
একরাশ বৃষ্টির লাল মাটি ভিজিয়ে দেওয়ার মতো।

মিমোসা সুগন্ধির মেরুন রঙা শিশি একজোড়া
জানালার চৌকাঠে রাখা থাকবে-
দেয়ালে শীর্ণ মৃত্যুপ্রবণ নারীর মতো ছায়া থাকবে-
একপাশে ঝুলবে মার্ক শাগালের 'দ্য ব্লু  হাউজ'-
আর তুমি বিছানার এক কোণায় বসে
আমার দিকে তাকিয়ে থাকবে।

একটি উড়ন্ত খরগোশ দেখবে-
একটি স্বচ্ছল সূর্যমুখী তাকে তাকিয়ে দেখছে।
------------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।