বিস্মৃতির বকরঙা শাড়িতে লাল-সাদা পাড়
জলরঙে আঁকা আঁকাবাঁকা ধূর্ত ক্যাঙার-
বিস্মিত কিসমিস ঠোঁট চেয়ে থাকে চেহারার
গেছো তুলিকায় ভরে গেছে পাললিক হাঁড়।

আশেপাশে আসে নিভৃতির সোজা শৈশব পথ
জানকীর পতি ভবঘুরে রাম করেনি দ্বিমত
রাবণের বাহুতে ডাহুকের কামড়ের ক্ষত
এইসব চোরাগলি পথে আসে প্রেম- মৃত্যুশপথ।

নাবিকের হাতে সমুদ্র-ঝড়-পাখি-মাছরাঙা
অপেক্ষায় আছে নির্বানী প্রেম, পাললিক ডাঙা
অপেক্ষায় আছে নীল ক্যাকটাসের বিষ-ফুল-রাঙা
ক্যাঙারুর চোখে ঝিনুকের ঝড় স্বর্গীয় নীল ডিঙা।

ময়ূরের নীল ডিম ফুটে জাগে প্রাগৈতিহাসিক রোগ
কবিতার অভাবে দীর্ঘকাল দীর্ঘশ্বাসী অসুখের ভোগ
এই স্বচ্ছন্দ ভোরে চঞ্চল হরিণীর নীলকন্ঠের যোগ
নৃত্যরত রমণী বিষ ঢালে বুকে; দ্রৌপদী-বিয়োগ!
------------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।