শরীরজুড়ে লেনিনগ্রাদের ট্রেনের আওয়াজ
মেরুন বগি কাঁপতে থাকে তুষার ছোঁয়ায়।
একটি নদী আনৈতারা; নদীর উপর রেলের সেতু
অপার্থিব স্পর্শে কাঁপে নীল-ধ্রুপদী-জল।
দুঃখভরা গোলাপ গাছে নির্মমতার স্মৃতি
সাক্ষী দিয়ে কান্না ঝরায় ত্রস্ত তরুলতা।
রোদের চাদর জড়িয়ে গায়ে ত্রস্ত চড়ুই হাঁটে
আনৈতারার বুকের ভেতর জলময়ূরের আলো।
তরুণ পাতায় স্পর্শ লাগে রোদের নরম চুমুর
প্রাচীন পৌষের সূর্য হাসে হলুদ রোদের ভাষায়।
পাতার হরিৎ বিছানাতে ঘুমায় সফেদ ফুল
চুমুর শব্দে জাগ্রত হয় প্রেমের প্রাচীন মমি।
নিঘুম চোখে কাব্য লিখে রাতের আঁধার
পঙক্তি সকল মিশতে থাকে প্রাচীন প্রেমে।
নৌকা চালায় নদীর সাথে কথোপকথন
এক পলকে শেষ হয়ে যায় এক মহাকাল।
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।