বুকের ভেতর ছন্দবদ্ধ জলের আওয়াজ
চোখের মাঝে চিতল মাছের তড়িৎ চলন
সিক্ত চুলের নড়ন যেন আফ্রা নদী
হাতের গড়ন কান্ডজোড়া নয়নতারার।
বৃষ্টি নামায় মিষ্টি নদী আনৈতারা
বউকথা পাখির ডাকে ঘুম ভেঙে যায়
খোঁপায় জমা অতীত রাতের কান্নাগুলো
শিউলিফুলের পাপড়ি হয়ে ঝরতে থাকে।
নীল ডাহুকের ডানা ভাঙে নির্মমতায়
দৃষ্টি ভাঙে স্বপ্নে শোনা গান কবিতায়
অলকানন্দা আসবে যখন তোমার বাড়ি
ঘুমিয়ে তুমি থাকবে তখন সুর-বিছানায়।
আসবে নাকি অন্ধ হয়ে নীল যমুনায়?
পুষবে নাকি নন্দিত রোগ প্রেম-শরীরে?
ছন্দ ভেঙে এগিয়ে চলে করুণ নদী
নৌকার আশায় প্রতীক্ষাতে সহস্র চোখ।
------------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।