দৃষ্টি পাখির পোক্ত আঘাত নিক্তি ভাঙে
কাব্য-সুধায় ভার হয়ে যায় নিক্তি শরীর।
আলোর চোখের নৌকা দেখে নীল নিউরণ
সহজিয়া গানের ভাষায় শ্রান্তি ছড়ায়।

ফড়িং-দেহে ছুটে বেড়ায় আলোর হাসি
তরুণ সূর্য বিলীন হলো সেই হাসিতে।
কচু পাতার হরিৎ দেহে স্বপ্ন ভাসে
ফুলের ঘুমে জন্ম নিচ্ছে প্রেমের পরাগ।

আলোর ডানার স্পর্শ খোঁজে পঙক্তি আমার
দৃষ্টি সকল সৃষ্টি করে গান-কবিতা।
লেবুর পাতায় জন্ম নিচ্ছে স্মৃতির শরীর
জ্যোৎস্না আসে অহংকারে কাব্য-খাতায়।

চিন্তা-নদীর ত্রস্ত কিনার ভাঙতে থাকে
জীবন-স্রোতের নিয়ম-ঢেউয়ে শৃঙ্খলিত।
নৌকা-নদী তপ্ত-মাতাল রপ্ত প্রেমে
সূর্য-আলো মিলবে তবে দুঃসাহসে?
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।