নিজেকে ছেড়ে কেউ কোথায় যায়?
অনেক আগে এলে, আসা হতো না।
আসা হতো না এই আর্দ্র জ্যোৎস্নার অনিঃশেষ বুকে।
ভোরের যে সময়টাতে
শিউলীফুল শালিক পাখির সাথে একান্তে কথা বলে সেই ভোরে-
ঘুম থেকে উঠে চারপাশে ডালিয়া ফুলের ধবধবে দেয়াল দেখি।
পৃথিবীতে কোনো শাশ্বতী নৌকা নেই জেনে
বিগব্যাং-এর পূর্ব মুহুর্তের মতো স্থিরতা চেয়ে
কেয়ামতের অপেক্ষায় সহস্র কোটি বছর বসে থাকা ইস্রাফিলের মতো বসে আছি।
বৃষ্টিতে ভেজা প্রজাপতির ডানার বিহ্বল কারুকাজে
আমি আজ তোমাকে যেমন দেখলাম;
সেরকম দেখতে কোনো এক ভোরে
সংকোচহীন কোনো অতীত ভবিষ্যতে
শিউলী-কদম-বেলী ফুলের নিকটে যাবো।
আমাদের হাত পা বাঁধা বলেই আমরা স্বাধীন।
------------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।