ওগো মায়াবতী রেহেনা
হরিণী চাহুনি নারী।
আমি তোমার প্রেম চাঁতকী
সুখী স্বপ্নচারী।
জানো মায়াবতী ?
কোঁকিল যখন ডাকে-
আমি বুঝে যাই তুমি আসবে।
তখন, প্রতিক্ষাবসানের নেশায় আমি নাঁচি।
জানো ? চিলেকোঠার খাঁচায় পোষা টিয়া
হাওয়ায় মেশানো মিষ্টি সুরে, আমাকে বলে
এই বুঝি তুমি এলে, আর আমি
তুমি আসবে বলে বাঁচি।
তুমি আসবে বলে
দক্ষিন দোঁয়ারে ছনের ঘরের মেঝেতে
পেতেছি হাতেবুনা মাঁদুর, তুমি বসবে বলে।
রেখেছি মাটির পেঁয়ালা ভর্তি চা,
সদ্য স্নানিত দুটো কাঁঠগোলাপ সাথে পদ্মজা।
আচমকা আসমানী রং ঢেকে বর্ষার নুপুরে
রিমঝিম সুরে নামলো আবেগী বৃষ্টি।
চৈত্রের খড়তাঁপে পুঁড়া দুটি মন
ভিজলো মহানন্দে, নতুন পৃথিবী হলো সৃষ্টি।
তুমি আসবে বলে
জমিয়ে রেখেছি একমুঠো ভোর
কুঁড়িয়ে এনেছি এক শহর সবুজ ঘাস
ঘাসের ডগায় জমেছে শিঁশির বিন্দু
সূর্যের আলোয় হাসছে শিঁশির মুক্তোদানা।
মুক্তোদানায় এঁকেছি, তোমার ছবি,
সবুজ ঘাসের উদ্দ্যমের পথে,
হেঁটে চলেছি তুমি আমি। গন্তব্য অজানা।
তুমি আসবে বলে
ধরে এনেছি ২০৫ টা জোঁনাকী আর
গুটা দুয়েক ময়ূরপ্রজাপতি।
যার ডানায় ভর করে-
বিচরন করবো সাগড়কন্যা কুঁয়াকাটায়
উৎযাপন করবো জোসনার গোলাপী দুঃখ। তারপর
তারপর উড়ে যাবো সবুজের শহর
হিমালয়ের চুড়ায়, যেখানে আকাশ মিশেছে
অরণ্য ডগায়। মেঘ হাড়াচ্ছে পথ মনের সুখে।
তুমি আসবে বলে।।।
~কুয়াশা
১০ই জুলাই ২০২৪ খ্রি.।