শরৎ সন্ধ্যায়
কাঁশফুলের শহরে বসে-
একাকী একমনে, নীলের রাজ্যে তাঁকিয়ে থাকি
দেখি পশ্চিম দিগন্তের হলুদ সূর্যটা ?
সেও,তোমার শূন্যতা ইশারা করে।
হেমম্তের পড়ন্ত বিকালে
হীমেল হাওয়ায় দুলতে থাকা দেবকাঞ্চনে,
যে কামনা নিয়ে মৌঁমাছি ঘুরেফেরে।
সেই কামনার ইচ্ছেগুলোয়
তোমাকে পাওয়ার নেশা বাড়ে।
তুমি আছো হৃদয়ে
চমকাচ্ছো মস্তিষ্ক ,
ভাবাচ্ছো আমায়
এ আলিঙ্গনের অপেক্ষাবসানে
কি নামে ডাকবো তোমায়?
-কুয়াশা
২রা আগষ্ট ২৪ খ্রি.