বসে আছি এক বিষাক্ত ছোবলের অপেক্ষায়।
আমি জানি, একমাত্র তুমিই পারবে ।
একেবারে গুছিয়ে  হৃদয়পটে ছোবল বসাতে
শুধু সময়ের অপেক্ষামাত্র।

আমার রক্তচক্ষু জ্বালিয়ে  শেষ করে দেবে
এই ভেবে অন্য কেউ
এই দুঃসাহস দেখাবে না ।

অথচ তুমি-
শত বিশ্বস্ততাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে,
কত সহজে এই নৃশংস হত্যাযজ্ঞ চালাবে এক মূহুর্তে।

কতটা হৃদয়হীনা হলে
মনোমন্দিরে আছো জেনেও
ছিন্নভিন্ন করে দেবে স্বপ্নেবুনা তাজমহল।
ধ্বংস করে দেবে মনোমন্দির
ছুরি বসাবে বিশ্বাসের হৃদয়ে।


- কুয়াশা
১৫ মার্চ ২০২৩ খ্রি.