কেউ একজন বলেছিলো
প্রেয়সীর কপালের টিপ
মেঘহীন পূর্নিমার মত লাগে।
বেকারত্ব কাটিয়ে একটা চাকুরী হোক
ভেবেছি প্রথম বেতনের টাকায়
কয়েক ডজন পূর্ণিমা কিনবো
তুমি পরে নিও কপালে।
সেই পূর্ণিমার জোঁছনায় আমি
গাঁ ভেঁজাবো পরম সুখে।
জোঁছনা স্নান শেষে শান্ত পৃথিবীর
নির্মল উদ্যানের পথে
হাতে হাত রেখে হেঁটে যাবো খানিকটা পথ৷
হঠাৎ থেমে যখন দুজনার চোখে চোখ রাখবো
তখন তুমি একটু মুচকি হেসো,
আমি আলতো করে আদর জড়িয়ে দেবো
তোমার ঠোঁটে।
তোমার সদ্য বিনুনী খোলা কুকড়ানো চুলে
যখন আরশির সামনে বসবে,
আচমকা পেছন থেকে যদি
তোমার গলা জড়িয়ে ধরতে আসি
বিশ্বাস করো মনের অজান্তেই বলবো
তোমাকে ভালোবাসি ৷
-কুয়াশা
১৮/০৯/২৪ খ্রি.