দুঃখকে লালন করতে নেই
উড়ে জেতে দিতে হয়
বিশ্বাস করো, দুঃখকে
শীতের সকালে নববধুর হাতে তৈরী
ভাপা পিঠার ধোঁয়ার মত  
উড়ে যেতে দিতে হয়।

দুঃখকে পুঁষতে নেই
তাঁড়িয়ে দিতে শিখতে হয়
সত্যি বলছি, দুঃখকে
অন্ধকার রজনীর মশারীর ভেতর আটকে পরা
মিটমিট করে জ্বলে উঠা জুনাকির মতন
তাঁড়িয়ে দিতে শিখতে হয়।

নিজের অজান্তে আবেগী আনমনে
আচমকা দুঃখের রং খুজতে বেড়িয়েছিলাম
খুজে পাইনি। যা পেলাম
আবারও দুঃখের সাথেই পরকীয়া হলো।

-কুয়াশা
২৬/০১/২৫ খ্রি.