প্রিয় রেহেনা
তুমি যেমন পাহাড় ভালোবাসো,
আমিও পাহাড় ভালোবাসা শুরু করেছি সবে।
তোমার মতন কালো কোকিলের প্রেমে
ডুবে গেছি সেই কবে।
তুমি প্রজাপতির ডানায় যেমন স্বপ্ন বুণে রাখো,
আমি, সন্ধ্যা ফুরালে জোঁনাকির আলোয়
সেই স্বপ্ন গুলো আপন মনে পড়ি।
স্বপ্নের মাঝে প্রিয় তুমি টাকে খুঁজেফিরি।
শরৎ এর কাশফুলে, ভড়া পূর্ণিমার মত
তুমি যেমন মিশে যাও,
আমিও ভাবি মিশে যাবো
যদি একটু খানি মোরে চাও?
প্রত্যেক বলের বিপরীত প্রতিক্রিয়া আছে
তোমার জন্য আমার মনে প্রেমের বৃষ্টি যেমন ঝড়ে,
সেই বিপরীত ক্রিয়ার জন্য,
আমার- অপেক্ষমান মন হন্যে হয়ে কেঁদে মরে।
শীতের শেষে হাওয়ায় ভেসে বসন্ত আসে
ফুলের সুবাসে অলির গুঞ্জনে গেয়ে যায় মন
তুমি আইস আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে,
গান শুনাইমু মনেরি মতোন।
বেহায়া মন।
~কুয়াশা
০১/১০/২০২৪ খ্রি.