প্রভাতের চেয়ে শান্ত কি আর থাকে,
শান্ত আগমন প্রার্থনায় মোরে ডাকে।
প্রভাতের চেয়ে নির্মল কি হতে পারে
মুমিনের নিঃশ্বাস বাতাসের শুভাস মেস্ক আম্বারে।
প্রভাতের চেয়ে পূর্ন কি হতে পারে
স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম বাড়ে।

প্রভাতের ডাকে আল্লাহু আকবার শুনি
আশেকের প্রেম মাসেকের তরে গুনি।
মাওলার তরে সৃষ্টির জয়ধ্বনি
প্রভাত মোরে করিয়াছে মহাজ্ঞানী।

প্রভাত আমার ভাগ্যের নিশান উড়ায়
প্রার্থনা শেষে পৃথিবীতে বিচরন করায়।
প্রভাত দেখো কতটা থাকে শান্ত,
প্রভাত রহমত সে কথা কজন জানত।
প্রভাত মোরে ডেকে ডেকে যেন বলে
জাগো এবার প্রার্থনা বৈ-কি চলে।

~কুয়াশা
৭ই নভেম্বর ২৪ খ্রি.