এক ডজন বসন্তের চক্র পারি দিয়েছি
হৃদয় চিৎকার সহ্য করছি নিরবে।
হঠাৎ দেখেছি তোমারে, সেদিন  নবরুপে
কেন এলে এই মেঠুপথে, কলরবে
তোমারে ভুলেছি সবে।

স্মৃতিসব ভুলে, আজ মুক্ত মস্তিষ্কে
নিজেকে করেছি বশ ।
হৃদয়ে লেখা নাম-
আত্মা থেকে মুছে গেছে সেই যবে
তোমারে ভুলেছি সবে।

হিজলফুলের গন্ধে কাটানো সেই বিকাল
মনে পড়েনা বহুদিন
পূর্ণিমার জোছনা ভেজারাতে
কতকথা তুমি বলেছো, সেই কবে
তোমারে ভুলেছি সবে।


~কুয়াশা
১৩ সেপ্টেম্বর ২৪ খ্রি.