শত সভ্যতাকে গিলে খেয়েছি আমি
শত বিপ্লব ক্ষুধার্ত উদরে
রুশ, কিউবা হৃদয়ে আমার
করেছি অনেক যুদ্ধরে।

এখনও ক্ষান্ত হয়নি আমি
বলো কোথা গেলে শান্তি পাই,
শান্ত অন্তরীক্ষের ছায়ায় আজই
খুনির বুঝি অন্ত নাই।

অমানুষ খেয়ে ক্ষুধা কমাই
আমি তৃষ্ণায় খাই রক্ত,
সংলাপে আমি পথ ভুলে যাই
আমি মিসাইলের ভক্ত।

রক্তে বারুদ, চোখে সূর্য
গড়েছি আমি  রণতুর্য
অন্যায় সব খেয়েছি চিবিয়ে
কন্ঠে ঝরে মহাবর্জ্র।

বুক চিতিয়ে দাড়াই আমি
ভয় করিনা বুলেটে,
মিসাইল,রকেট বক্ষন করি
যাহাই ঘটুক ললেটে।

চতুর্দিকে বারুদ ঘ্রাণ
মুক্তির গান কন্ঠের জপ
কামান ঠেলেছি আঙ্গুল উচিয়ে
আমি বিপ্লব  আমি বিপ্লব।


-কুয়াশা
২৪ সেপ্টেম্বর ২০২৪