ইচ্ছে ছিলো মানুষ হয়ে জন্মাই
ইচ্ছে পুরন হলো কই
জন্মেছি ঠিকই
তবে রূপে মানুষ , গুণে পুরুষ হয়ে।

মানুষের দেহে কোনো চাহিদা থাকে না
কিন্তু পুরুষ, দেহে তার কবে কার চাহিদা।

মানুষের কিছু চাইনা আর পুরুষের
গাড়ি চাই, বাড়ি চাই,
জামানার সবচেয়ে সুন্দরী নারী চাই
আরো কত কি?

যেখানে মানুষ শান্তির ধৈর্য্যে
গন্তব্য খুঁজে,
সেখানে পুরুষ
গন্তব্য ভুলে নিজেকে পুঁজে।

মানুষের নাই লোভ নাইকো অহংকার
আমি দিব্যি অহংকারী,
মানুষ নিরবে করে প্রার্থনা
আমি বাহবার লোভে প্রকাশের ফুলঝুড়ি।

মানুষ শান্তির দেশে হয় আগুয়ান
ধর্মের কথা কয়
অধর্মকে পুঁজে পুরুষ
আমি মানুষ নই।

-কুয়াশা
১৯ মার্চ ২০২৪ খ্রি.

টিকা :-
১/   গন্তব্য- এখানে কবর সম্বোধন করা হয়েছে।
২/   শান্তির ধৈর্য্য- ইসলাম শব্দের অর্থ শান্তি। ধর্মের
      উপর অটুট থাকার কথা বুঝানো হয়েছে।
৩/  শান্তির দেশ- আখিরাতকে বুঝানো হয়েছে।
৪/ পুঁজি- পুঁজা এখানে স্বাধীন ইচ্ছে।