মন খারাপের দিনে
বর্ষার বৃষ্টির রিমঝিম আনন্দ
বাজতুল্য আঘাত করে।
মন খারাপের দিনে
বসন্তের রাঙানো আমেজ
গোলাপের কাঁটার মত বিঁধে।
মন খারাপের দিনে
শরৎ-এ শান্ত কাশফুলের শুভ্রতাও
অজানা নীল কষ্টের আচর কাঁটে ।
মন খারাপের দিনে
কুয়াশার চাঁদর মুড়ানো আদর
তুষারপাত হয়ে মনকে কঠিন পাথর করে তুলে।
মন খারাপের দিনে
দখিন হাওয়ার হিমেল পরশ
নরকের নিঃশ্বাস হয়ে উঠে৷
~ কুয়াশা
উৎস্বর্গ-সানজিদা আক্তার শান্তা। (শিক্ষার্থী)
২৩শে ফেব্রুয়ারী/ ২৪
১২.১০ am