একুশ আমার পলাশ রাঙ্গা আকাশ
একুশ ভাইয়ের রক্তের ঝাঁঝালো গন্ধের বাতাস।
একুশ স্বাধীন হওয়ার স্বপ্ন
একুশ আমার চেতনার অক্ত
একুশ ছাত্রের বুকের,ঢেলে দেওয়া তাজা রক্ত।
একুশ মানে উচ্চকরাশীর
একুশ মানে ভাষার প্রশ্নে লড়ে যাওয়া বীর।
একুশ মানে চেতনার উঠোনে ত্যাজদীপ্ত জনতা
একুশ মানে ভাষার জন্য প্রাণ বিলানো একতা।
একুশ যেন ভাষার পাখি
শিশুর প্রথম বুলি।
একুশ হলো স্মৃতির শহর
সরল মায়ের ছেলেহারা দিনগুলি।
- কুয়াশা
২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.
উৎসর্গ-ভাষা শহিদ ও ভাষা সৈনিক।