আয়না বানাবো
জটিল ধাঁধার আয়না,
আয়না বলবে মনের কথা
এটাই হলো বায়না।

আয়না জানাবে মনের রূপ
আয়না বলবে গুন,
জানাবে মোদের সকল ধাঁধা
ভালোবাসা কিংবা খুন।

আয়না বানাবো, বুঝছো
আয়না হবে জব্বর,
মুখ দেখেই বলবে সে  
ঘুষ,দূর্নীতির খবর।

আয়না বানাবো
দেখাবো যেথায় জনপ্রতিনিধীর মুখ,
বলবে আয়না বাজান মোর
কতটা খাঁটি লোক।

আয়না বানাবো
যে আয়নাতে এমন কিছু আছে,
তার সত্য খবর প্রকাশে ধর্ষক
আইন পাবেনা পাশে।

আয়না বানাবো
জটিল ধাঁধার আয়না,
আয়না বলবে মনের কথা
এটাই হলো বায়না।

  - কুয়াশা
০৩ জুন ২০২৪ খ্রি. (সখিপুর)