মনের ভেতর প্রশ্ন জাগে
আত্মার স্থান কোথায় ?
দেহতত্ব সন্ধানে, প্রেমতত্ত্ব আলিঙ্গনে ,
সবই বাড়ে মায়ায়।
পরমতত্ব যার আছে
জ্ঞানের আলোয় সে উজ্জ্বল,
আত্মার সাক্ষাৎ চাই ?
আছে কি মুক্তির পথ প্রোজ্জ্বল।
ধ্যানের মাধ্যমে বাড়ে জ্ঞান
মন হয় শান্ত, শরীর পরিশ্রান্ত।
চিন্তাভাবনা আটকে যায়,
আত্মার সন্ধানে হই নির্লিপ্ত।
দেহতত্বের বন্ধন ছিঁড়ে,
প্রেমতত্বের সূর্যোদয়,
পরমতত্বের মিলনে,
জীবনে আসলো পূর্ণতার অধ্যায়।
আধ্যাত্মিকতার আলোয়
চাই শান্তির আশ্রয়।
কামোত্তীর্ণ প্রেম যেন মুক্তির পথ
কন্টন কুড়ায়ে হোক আলোকময় ।
~ কুয়াশা
২৫/০৫/২৪ খ্রি.