আরব আমার সভ্যতার মশাল-
যে মশালের আলোয় মনুষ্যত্বে বিকাশ
আরব আমার মানবতার চিহ্ন,
আরব নবীপ্রেম,সুগন্ধি হাওয়ার সুবাস ।
আরবের প্রতি হায়নার লুলুপদৃষ্টি,
আরবের তরে আঘাতের অনাসৃষ্টি।
শীতল ধমনী, বারুদের গন্ধে হয়েছে নেশা,
মগজে সাহসের সিদ্ধান্তে আজই মুক্তির দিশা।
আরবের নারী, আরবের মা, আরবের যত বোন,
হায়নায় দৃষ্টিতে উষ্ঠাগত রুহু অত্যাচারে ভুগছে,
সেই জুলুম প্রেমিকটাকে সৈনিক করে তুলছে।
বিশ্বাস করো সৈনিক নয় প্রেমিক হতে চাই,
মিসাইল নয় মনুষ্যত্বের সংলাপে চলো যাই।
লাল নয় শুভ্র পতাকায় কালিমার জয়গান,
যুদ্ধ নয় শান্তির পথে বেঁচে যাবে সব প্রাণ।
সভ্যতার মশাল নিভতে বসেছে -
বাতিঘরে লেগেছে আগুন।
বিশ্ব বিবেগ চুপিসারে না থেকে
এবার তো একটু জাগুন।
দিশেহারা জাতির পথহারা পথিক আমি-
মুক্তির পথ পাবো না কি আজকেই,
আগুন নিভাতে পৃথিবীতে কি
এক ফোঁটাও পানি নেই।
~কুয়াশা
৪ অক্টোবর, ২০২৪খ্রি.