জাগো মুহাজির, জাগো আনসার, জাগো হে মুসলিমিন,
দুনিয়ার বুকে উড়াব মোরা রবের ‘নিশান-এ-দ্বীন’।
ভুলে যাও যত ভীতি-সঙ্কোচ, হাতে লও তরবারি,
পবিত্র ধরায় জালিমের করো মৃত্যু সমন জারি।
পদে পদে আজ মুসলিম জাতি খায় যে চপেটাঘাত,
সময় আজি হয়েছে মোদের করিবারে প্রতিঘাত।
ভীরুর খুনে পঁচে যে শুধুই ধরার এ পাক মাটি,
বীরের রক্তে হয় সে জমিন উর্বরতর খাঁটি।
মুমিনের দ্বারে পৌঁছিয়ে দাও জিহাদের শিখা ওহি,
চলিব না আর একটি কদমও লাঞ্চনা কাঁধে বহি।
অত্যাচারীরা যে জমিনে গাড়িয়াছে ‘জুলুম সদর’,
মুসলিম মোরা গড়িব সেথায় মুক্তির ভূমি ‘বদর’।
করিওনা ভয়, তোমা সনে রয় ‘মুহাইমিন’‘রহমান’,
হারিবেনা পথ, আছে রণ-রথ, পাক-পূত ‘আল-কোরান’।
তোমার নেতা যে বিশ্ব-রসুল, ‘আখেরি পয়গাম্বার’,
অসি হাতে নাও,সম্মুখে ধাও, ‘আল্লাহু আকবার’।