ওঠ তোরা, দেখ, পশ্চিমে ডোবে লাল ইসলাম রবি,
দূর্ভাগারা আর কতদিন তোরা ঘোর নিদ্রায় রবি?
ইহুদিরা আজ মুসলিমে মারে ঐ দূর ফিলিস্তিনে,
মিত্র কারা? দুশমন কারা? আজ ভালো করে নে চিনে।
উঠায়ে শান্তির কেতন, হারায়ে সকল চেতন,
মিত্র ভাবিয়া যাহাদের তোরা গলায় ধরিলি জড়ি,
দেখ, ঐ কেতনবসন ছিঁড়িয়া ফেলিয়া ওরা
তোদের ভাইয়ের গলেতে আজ পেঁচায় মরণ দড়ি।
ওরে, ভাইয়ের জন্য তোদের হৃদয়ে নাইকি একটু মায়া?
তবে কি লুকালো মুসলমানের ভাতৃত্বে সেই কায়া?
সারা দুনিয়ায় শুধু কি দেখি তারই ভীত ছায়া?
উঠে আয়,উঠে আয়, উঠে আয় আজ তোরা,
বিহগের ন্যায় ভাইদের যে আজ কতল করিছে ওরা!
ভেঙে ফেল তোদের মরণ নিদ্রা, ওঠ শমশের ধরি,
কান্ডারী হয়ে তুলবো আবার ইসলামের ডোবা তরী।