প্রিয়, অহেতুক বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই শ্রেয়
পৃথিবীর ভার কমিয়ে যাও, হৃদয়ে আনন্দের ঢল নেমে আসুক –ঘুমের মতো
হৃদয় বিষাদে ভরে উঠুক – তারা সবাই জানুক – ভবিষ্যৎ কাকে বলে
তারা সবাই জানতো – ভবিষ্যৎ কাকে বলে – অতীত কীভাবে সাক্ষ্য দেয়
আকাশ থেকে তারা খসে পড়ে, জ্বলন্ত বিগ্রহ মানুষের মনে
শুনুক কান পেতে –জলের আওয়াজ –গুলির শব্দ আর হৃৎস্পন্দন
প্রিয়, এ পৃথিবীতে থেকে কী হবে?
চলে যাও বিস্মৃতি হয়ে বিশ্রী কিছু শব্দের আড়ালে
মরুক সে – মিথ্যে নক্ষত্রের মতো – কপট ভ্রান্তের মতো আর আমার মতো
দুঃখ কায়ক্লেশে সংক্রামিত হয়ে আসে
আগুনে পুড়ে যায় আমাদেরই মন – ধোঁয়া উঠা ঝাউবনে
হৃদয় ব্যথায় ভরে যেতে কোনো কারণ কি লাগে?
মানুক সে – ব্যথা জন্ম নেয় কপালে – কারণ শুধু উজবুকি আর সত্য প্রবচন
এইযে আমাদের মরে যেতে ইচ্ছে করে
আসলেই কি আমরা মরে যেতে চাই?– অন্যের দুঃখ আমাদের মরে যাওয়া আটকায় কেন? ; সহানুভূতি কেন কণ্টকাকীর্ণ ঠেকে তোমার থেকে?
এজন্যই কি প্রিয়, প্রিয়?
ভাবুক সে – আত্মহত্যার গ্লানি কেমন – ঠেকানোর চেষ্টা করুক আর ঘুম ভেঙে যাবে মাঝরাতে
কারণ বলতে গিয়ে বর্ণপরিচয় হারিয়ে ফেলি ; অভিনয়ের 'অ' ও হয়না ; জোর করে যেভাবে কান্না বের করি
কান্না বের হলেই হতাশা কমে? কেঁদে ফেললেই মনে বন্যা নেমে আসে?
বলুক সে – প্রিয়তমা তোমার মৃত্যু চায় – বাঁচিয়ে যাও আর বাঁচিয়ে রাখো নিজেকে
তুমিও জানো, সহানুভূতির পসরা সাজিয়ে রাখেনি কেউ
তাইতো বলি, প্রিয়, এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই শ্রেয়