বিশাল উচ্চতা যথেষ্ট নয়
যথেষ্ট নয় পৃথিবীর সকল প্রবাল প্রাচীর
যথেষ্ট নয় দৈনন্দিন জীবনের কায়ক্লেশ
যথেষ্ট নই আমি।

কয়েক মূহুর্তের জন্য শূন্য হতে চেয়ে
একগুচ্ছ ডানার অভাবে,
প্রবল উৎসাহে পুড়ে গিয়ে
ছাই হই;

প্রশ্ন অবান্তর জেনেও
অনাকাঙ্ক্ষিত স্বভাবের দরুন
উত্তর খুঁজি উত্তরেই।