অবাঞ্ছিত;
শেষ হয়ে গেলে, ক্ষতি কী?
থেকে গেলেও–সব–কবি।

যে আঘাতে দণ্ডপ্রাপ্ত হই,
সেই আঘাত তোমাকে ভুগিয়েছে
কোনোদিনও? এ জন্যই বোধহয় শব্দ পেয়েছি,
অবাঞ্ছিত

হারানোর ভয়ের মতো সংক্রামক
তোমাকে ছুঁয়ে দেখে না কেন? উপরওয়ালা
ঘুষ নেননি, তবু প্রিয়-অপ্রিয় কেন?

আমার শরীরে তোমার বাস হোক!
বুঝে যাও তুমি অস্তিত্বের পদধ্বনি ;
ভুগে যাও নাম না জানা অসুখে, তোমায় বাঁচিয়ে রাখে
যে রোদ, ছায়ায় শরীর ঢাকে।

ভয় পাও না কেন?
দেবী পূজনীয়?
রন্ধ্রে রন্ধ্রে ভয় ছড়িয়ে পড়ুক মৃত্যু মৃত্যু সততার
হৃদয় খুবলে খেলে, বেঁচে থাকে এলেবেলে
কীভাবে বাঁচে সে?

এক বারের জন্য ভয় পাও লক্ষ্মীটি,
সে চলে যাবে, সে ভয় পাবে
সে ভয় পায়, লক্ষ্মীটি ন্যায়
দেবী সদৃশ ইবলিশ, ভুলিয়ে ভালিয়ে রাঙাও
এ জীবন, আরও বেশি ডকুড্রামা
আরও বেশি তুমি আমি

এক বারের জন্য হলেও আমাকে আমার মতো চেয়ে দেখোনি