কিছু ফুল রাতেও জেগে থাকে
স্পর্শের বাইরে, অনন্ত বিষাদে;
নিয়তি যেন–অর্থহীনতা! ভেসে আসা কিছু আলো
ঠিক যেন অন্ধকারের উপহাস; রুপক অর্থে
ধ্বংস আজ–প্রাসঙ্গিক, কামনা ছড়িয়ে পড়েছে বুকে
ফুলেদের মন খারাপে মুছে যায়না কারও ঘুম।
ল্যাম্পপোস্টের নিচে জেগে আছে একগুচ্ছ ফুল
রুপ ছড়িয়ে পড়ছে বাতাসে, একতরফা প্রেমিক জানে
প্রেমিকা শুয়ে আছে শুষ্ক ঘাসে; এই নির্জনতা
ভুলিয়ে দেয় কৃত্রিম মিথস্ক্রিয়া, ডুবে যায় স্বপ্ন-সম্ভবা
চাঁদ, আবারও ফুটে ওঠে আলোর অভাব।
রাত্রি নেমে এলে তোমার শরীরে
ফুল ফোটে নিরন্তর। সূর্যমুখীর মতো দেখতে
ছোট কিছু হলুদ ফুল।
ফুলেরা গভীর ঘুমে আচ্ছন্ন হোক
একদিন না একদিন জেগে ওঠে দেখবে ভোর
তন্দ্রাঘোরে ডেকে তুলবে কাপুরুষের হৃদয়
এই ছোট শরীর যেন কাপুরষই ছোয়; ষোড়শী ফুল
ভাবনায় লুকিয়ে আছে, দৃশ্য আর অদৃশ্যের বাইরে
রোদে পুড়ে যাওয়া–মুক্ত তল্লাটে! সতর্কতা সত্ত্বেও
রাত্রি ঠিকই নেমে আসে।