মানুষের দুঃখের চেয়েও গাঢ় নীল জল
প্রাগুক্ত ইচ্ছা অপূর্ণ রেখে
শুষে নেয় না আমাকে;
আদি থেকে অন্ত অব্দি শুধু নীল রঙের স্রোত,
আমার ভেতরে বইছে বিস্তীর্ণ নদীখাত
ডুবে যাচ্ছি না দেখে সবাইকে অপারগ মনে হয়।
বহুদিন আগে যে প্রেমিকাকে হারিয়েছি
যার কপালে লেখা ছিল ভয়াবহ দুঃখ এবং দূর্দশা,
সে ভাজ করে রাখা জলে ফিরে আসে;
গভীর প্রণয়ে আবদ্ধ হতে চাই, ফিরিয়ে দিতে চাই তাকে স্বপ্নীল সব রাত–যেখানে তার বুকের 'পরে সাতার কাঁটি
চিরচেনা অন্ধকারে।
জড়ত্ব চাই না
চাই শুধু চোখেমুখে অবাক বিস্ময়
পৃথিবী দেখুক– পৃথিবীর দুটি রক্তে গড়া মানুষ
সময় কেন পৃথিবীর নয়, গভীর বিশ্বাসে তা প্রমাণে মনোযোগী।
মার্চ ২৪, ২০২৫