আমি এক তৃষ্ণার্ত প্রেমিক, নাবিক সেজে বসে আছি আকাশগঙ্গার ধারে–অচেনা বিদীর্ণ গিরিখাতে উদাসীন;
ভোর এসে ছুয়ে গেছে কামনার স্রোত,
প্রবল আকাঙ্খায় ছুটছে ভূগর্ভস্থ জলধারা,
সেই জলে প্রবল লাস্যময়ী কিছু তরুণীর সাথে ভেসে যায় নদীর বুক।
নাবিক যখন এক-এক করে সমস্ত সত্য যেনে যায়
তার ঠোঁটে বাসা বাঁধে সবুজ ঘাস, তার সমস্ত অঙ্গ প্লাবিত হয় রন্ধ্রের উদগীরণে৷
সে এক দূরবর্তী দ্বীপ
অল্পতেই ডুবে যাবে যেন, বিপর্যয়ের অনুকূলে আছে।
দুটো পথ দিক হারিয়েছে একই দিগন্তে
সে এক গোলকধাঁধা, আনন্দ ও বেদনা কুক্ষিগত করে
শুষে নেয় সে আমার রুপ–রস–নির্যাস।
সে চাইলেই নদীর বুকে জেগে উঠবে চর
নাবিক উচ্ছ্বসিত হবে নাগরিক উল্লাসে
আর এদিকে আমার কপালে জুটবে দ্বিপ্রহর।
মার্চ ৩০, ২০২৫