মেঘের 'পরে বহুদিন পর আজ জেগেছে ধূসর রাত ;
দ্বিধাহীন, সশস্ত্র আলো ডুবে গেছে –
বয়সের ভারে ;
কোথাও ক্লান্তি নেই, জড়তা নেই ;
অসাড় অন্ধকার উঠানামা করে তোমার নোংরা শরীরে;
ইতি নেই আজ, রাত!
যে রাতে ভয় জাগায় অপরুপ বিস্ময়!
ধূসর রঙের রাতে,গায়ে জড়িয়ে নেই গোধূলি ;
উষ্ণ, আর্দ্র স্পর্শ মুছে গেছে –
বিপন্নতার তরে ;
কোথাও রোদ নেই, জোছনা নেই ;
জেগে আছে নক্ষত্র তোমার অবিনাশী বুকের 'পরে;
কোথাও নেই আজ, হাত!
যে রাতে পৃথিবীকে বোঝানো হয় 'বিশ্বজয়'!
গোধূলি জড়ানো মনে শুনছি সময়ের গান ;
মোহ, অনন্ত প্রাণ মরে গেছে –
বিভীষিকার ভীড়ে;
কোথাও ঘৃণা নেই, ভালোবাসা নেই ;
মিশে আছে আকাশের টুকরো তোমার হৃদয়ে;
রাতের আজ ইতি নেই!
যে রাতে তোমার ভেতর থেকে ঝড়ে শিউলি ফুল!
গোধূলি ছেড়ে নিতান্তই ফিরে এসেছি মর্ত্যলোকে ;
সত্য, অস্থায়ী বিষাদ বসে আছে –
তোমার নির্জন ঘ্রাণের 'পরে ;
কোথাও স্বর্গ নেই, নরক নেই ;
বিঁধে আছে আকাঙ্ক্ষা তোমার নিথর দেহে ;
নক্ষত্রের আজ স্মৃতি নেই!
যে রাতে নির্ভার বেঁচে থাকা সর্বোত্তম ভুল!
এই ধুসর রাত,আবার শেষ হয়ে যাবে জানি,
বিভ্রান্তিতে বেঁচে বেচেছি সময়ের হাতছানি
হৃদয়ে নেমে আসে আগস্টের সন্ধ্যা;
সমুদ্রের জল ডেকে নিয়ে যায়,
ডেকে নিয়ে যায় মানুষীর হৃদয়,
এই বিপন্ন সময়ের পর
আবার যেন এই রাতে দেখা হয়!
২৪ অগাস্ট, ৩.১৯