এবরো-থেবরো ঘুমে ডুবে যাব বলে,
নিদ্রাহীন রয়েছি অজস্র রাত; বিস্মৃতির মতো
চোখে নেমে আসে কৃষ্ণগহ্বর! মাথার ভেতর
রংবেরঙের চিন্তা উড়ে;
আমি কি মরে যাচ্ছি? অবচেতন আজ শূন্য
ঠিক-ভুল তবুও প্রেমে ব্যকুল।
নিদ্রাকর্ষক বাঁচিয়ে তুলবে বলে,
কত শত দুঃখ সয়েছি; আকাশ থেকে বৃষ্টির মতো
হৃদয়ে নেমে আসে মৃত নক্ষত্র! শরীরের ভেতর
নির্বোধের আচরণ;
আমি কি বেঁচে ওঠছি? রোমান্টিকতায় পরিপূর্ণ
ঠিক-ভুল তবুও প্রেমে ব্যকুল।
এই নতুন দিনে পুরাতন আমি
দিশেহারা বা সর্বগ্রাসী। অনিবার্য আকর্ষণ
এই পাথুরে পৃথিবীর আমি! চেয়ে আছি অন্ধকারে
উত্তরের আশায়;
আমি কি বাঁচা না বাঁচার মাঝামাঝিতে আবদ্ধ?
এক বিশেষ পানির গ্লাস
ঠিক-ভুল বেঁচে খেয়েছে, তবুও প্রেমে ব্যকুল।
অনিচ্ছায়–ঘুমিয়ে যাই
সবকিছু নিস্তব্ধ, শুধু জেগে আছে,
লাল-নীল কিছু শব্দ! প্রেয়সীর মুখ–প্রিয়তর অসুখ! মানুষ কীটপতঙ্গের দাস! নিদ্রাকর্ষকের প্ররোচনায়
জীবন ক্ষণে হ্রাসে ধাবিত হচ্ছে।