আজও কেন অস্পৃশ্য? নগ্ন পিঠে লেগে আছে গত
শতাব্দীর কলঙ্কের দাগ। পৃথিবীতে শতশত বসন্ত আমন্ত্রণ পেলেও আমি স্বর্গে নির্বাসিত হয়ে রইলাম।

আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে লতাপাতায় জড়ানো মন।

নিঃশ্বাস থেমে যায়
বিচ্ছেদে বিচ্ছেদে আক্ষেপের সুর
একা নাবিকের হৃদয়ে ভ্রান্তি বাসা বাঁধে
অজানা বিষাদে; এমন দিন যেন অবিশ্বাসী,
অস্তিত্বে অক্ষুণ্ন স্মৃতির অগোচরে।

একই পারিপার্শ্বিকতা কাউকে ঘিরে রাখেনি
আমাদের উপেক্ষার ভাষা বেজায় শুদ্ধ;  আমি ছায়াময়, শেষের শুরু এভাবেই? প্রতিটি স্বপ্নের ঠিকানা ভুল, সম্ভাবনার ইতি ঘটেছে।

সময়ের শেষকৃত্যে আমি এবং আমরা
স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে বিঁধে আছে রূঢ় বাস্তবতা,
এখানে থাকা বেজায় অর্থহীন। ব্যথায় অসাড় হয়ে প্রত্যহ মৃত্যুকে করুণাময়ী মনে হয়, এখানে যে আছে, সে আমি নই–এক রুগ্ন প্রলয়ঙ্কারী হৃদয়।