সময় বয়ে যায় অবাক মুগ্ধতায়
অনুভূতি জমাট বাঁধে আমাদেরই বুকে
এ যাত্রায় কবিতা নেই,
ভাগ্যের দেবী মুখ ফিরে চেয়েছে।
ঘুরেফিরে ফিরে যাই ক্লান্তির দ্বারে
সেই একই পুরোনো পরিণতি এখানেও
এই বিষন্ন বাতাসে,
কথা দিয়েও কথা রাখেনা কেউ।
উপসংহারে নেই আর বাঁধা
জীবনের মানে খুঁজি অন্যের কবিতায়
অনিচ্ছাকৃত ভুলে,
অঙ্কুরেই জীবন উৎসাহ হারায়।
এখানে অসংখ্য জড় মানুষের বসবাস।
হৃদয়ে ঘোষণা এসেছে
ছেড়ে দিতে হবে মুহূর্তের মাঝে
পরিত্যক্ত এই পৃথিবীতে,
সকল রঙ নববধূ সাজে।
অকৃত্রিমতা ডুবে যায় মোমের মতো
দূরত্ব আমাকে ঘৃণা করে মিথ্যে অভিমানে
উদ্বিগ্ন আজ সবাই,
বিস্মৃতির শেষ হোক এই গানে।
এখানে অসংখ্য জড় মানুষের বসবাস।
জড় স্বপ্ন, জড় স্পর্শ
জড় রন্ধ্র, জড় দ্বন্দ্ব
জড় দুজনে।