তোমার চোখের মাঝে
ধ্বসে যাওয়ার তীব্র বাসনায়
আবর্তিত হই নিছক অভিমানে।
মূহুর্তেই মনে পড়ে
পৃথিবী কখনোই মনে রাখেনি
ব্যর্থ আবেগের ফুলঝুরি।
আবারও একই পথে
এই পথ ধরেই নেমেছিল ভোর
শত হাসি ম্লান আজ
চোখে শতাব্দীর ঘোলাটে ঢেউ
ডুবে যাই সময়ে
এই পথে থেমেছিল মহাকাল
হাতে ছিল হাত
অনুভূতি ছিল বড্ড অগোছালো
বুঝে উঠতে পারি না
কতকাল আর সহ্য করব
আত্মার অহেতুক বিনির্মাণ।
সবাই সুখী হলে
আলো জ্বালিয়ে কাঁদবে কে
দুঃখের ভাসাভাসা উৎযাপন।
আবারও একই পথে
এই পথ ধরেই নেমেছিল ভোর
শত হাসি ম্লান আজ
চোখে শতাব্দীর ঘোলাটে ঢেউ
ডুবে যাই সময়ে
এই পথে থেমেছিল মহাকাল
হাতে ছিল হাত
অনুভূতি ছিল বড্ড অগোছালো