বৃষ্টি বড্ড প্রাগৈতিহাসিক,
এখনো ক্লিশে প্রেমের গল্পের মতো
ড্রয়িংরুমে আর শোভা পায়না।
বৃষ্টি অবশ্য প্রেমপত্রও বটে!
মেঘের সাথে মেঘ মিশে গেছে, ভাসিয়ে নিয়ে গেছে,
যত ক্রোধ, বিদ্রোহ আর অস্তিত্বের হাহাকার।
বৃষ্টি যেহেতু কাম্য, আমি বৃষ্টি হতে চাই।
বেশ পুরোনো এক অন্ধকারে
ক্ষতবিক্ষত করি – অন্ধত্বের স্বাদ পৌছাক হৃদয়ে,
মানুষ বুঝি অসুখী!
নিভু-নিভু বিষাদের সাথে
অবাক ক্লান্তি ভর করে – করুণ সুরে মিলিয়ে যাক,
জীবন ভরে ওঠুক ভোরে।