আমার প্রিয় প্রাণ একটি শামুক, ভুলে যাও।
ছেড়ে যাওয়ার দর্শন বড্ড সেকেলে, ভেতরে ভেতরে ধারণ করি; চিন্তায় দৈন্যদশা, বিস্ময়ে জেগে থাকি প্রতিটি রাত।
একটি কাল্পনিক নদীতে ভেসে বেড়াচ্ছি অবাধ বিশৃঙ্খলায়, চরের বুকে জেগেছে চর;
তোমার হৃদয়ও ভেঙে যাক, গড়ে উঠুক সহস্র ফুলদানি!

পৃথিবী সৃষ্টিরও আগে শেষবার অনুভূত হয়েছে ভালবাসা; অতপর সব কল্পনাপ্রসূত।
স্বপ্নগুলো হয়ে যায় ব্যাঙেরছাতা, বেজায় স্বাধীন তবু অর্বাচীন। সুখের অন্বেষণে যারা সত্য উপেক্ষা করে, নরক তাই চিরবসন্ত।

হৃদয় পরিবর্তিত হয় আরেক হৃদয়ে
নিজেকে পরজীবি মনে হয়, অন্যের শরীরে বাসা বাঁধি। সকল নশ্বরতার দায় ভালবাসার, অস্তিত্ব সংকটে ভুগছি অনন্তকাল।অন্ধত্বের গান যে শোনে, সবই মিথ্যে ষড়যন্ত্র; স্বীকৃত সব দোষ একপেশে কেন?
উপকূলে আছড়ে পড়ে এলোমেলো স্রোত। শোকে বিলুপ্ত হই, অন্য পৃথিবী তবুও সচল।