সূর্যালোকে বিচ্ছিন্নতা ঘুচে গেলেও
উদ্বাস্তু খেয়ালে বেঁচে থাকি;
এক পতিতা হৃদয় নিয়ে
দ্বারেদ্বারে খুঁজি একমুঠো ভালোবাসা।
এই বিষণ্ণ বিকেলে,
মানবীয় উপেক্ষায় ক্লান্ত–জীর্ণশীর্ণ হয়ে
অবিশ্বাসে ওঁত পেতে থাকি ক্লান্তি নিরসনের।
আজ আমি আশাবাদী নই।
নক্ষত্রের থেকেও ভঙ্গুর হৃদয়ে যে সঞ্চিত করেছে কামনা–প্রস্তুতি নিন সর্বনাশের।
ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েও
শঙ্কায় কাটে প্রতিটি মূহুর্ত;
শুষ্ক বাতাসের স্পর্শ ছেড়ে
আমরা এক বৃহৎ স্বার্থের স্বার্থে নীলে আবৃত;
হৃদয়ের জরার উৎস একেকটি রাত
আর দিনের তফাত;
আজ আমি উচ্ছনে চলে যাওয়া।
বিনষ্ট হতে চেয়েও জাগিয়েছে আশা– জুটে যাবে একগুঁয়ে অবদেবতা;
বর্তমান ডিঙিয়ে,
আগত অতীত যেন হৃদয়ের অসাড়তা।