সময় বুড়িয়ে গেছে,
চেনা এক স্তূপে
তলিয়ে গেছে সবই,
অচেনা আক্ষেপে
অনেকদিন, ছায়া দেখিনা
অনেকদিন, পথ মাড়াইনা
অনেকদিন, শূন্য গুনেছি
অনেকদিন, বিষাদ শুনেছি
নিঃশব্দ আজ তাই রঙিন, অভিমানে
স্বেচ্ছা পুনর্জন্ম সার্থক তোমার প্রস্থানে ;
ফিরে দেখি আজ,
মৃত হাহাকার
গাছ থেকে টেনে ছিড়ে,
ফুল হয়ে জন্মাই আবার
অনেকদিন, দুঃখ ভোলাতে
অনেকদিন, রাত্রি ধোয়াটে
অনেকদিন, আকাশ ভেঙে
অনেকদিন, দুরত্ব এনে
মৌনতা ফিরিয়ে আনি, অবাক যুক্তিতে
বিবস্ত্র হওয়ার প্রতিপাদন খুঁজি পৌরাণিক উক্তিতে।