এই দুঃসহ অন্ধকারে,
প্রতিটি কাল যেন অনন্ত স্থবিরতা;
আদিম অনুতাপে ক্ষয়ে যাওয়ার পর
মৃতপ্রায় নক্ষত্র জেগে উঠে বুকের 'পরে।
রোজ রাতে মৃত্যু ডেকেও
নেমে আসে নিত্যকার অভিশপ্ত ভোর;
অতৃপ্ত আত্মহননে,
জীবনের সকল স্বপ্ন বিভোর।

একেকটা দিন শুরু হয় ভয়াবহ দ্বান্দ্বিকতায়;
কপালে ফোটে নরকের বিশেষ ফুল।
দোটানায় ছেয়ে গেছে অন্যের পৃথিবী,
কোনো এক কোণে কোনঠাসা আমি।

এই দুঃসহ অন্ধকার,
সয়ে যেতে হয় বলে সয়ে গেছে;
যে শান্তি মৃত্যুর ভেতর, যে শান্তি খুঁজে পাই ঘুমে–
মৃত্যুর জন্যও খানিকটা দায়ী সে।