আদিম সব শোকে বিভোর হয়ে,
বিধ্বস্ত গাল বেয়ে নেমে আসে জনম জনমের দুঃখ।
রোজ রাতে মুখোমুখি বিষাদের প্রলেপে শীত
অন্ধকার মূর্তি বনে যাই তোমার চোখে মূর্ত হওয়ার লোভে।
পৃথিবীতেই যদি কেউ খুঁজে পায় নরক
দেহের মৃত্যুর অভাব ছাড়া আর কী বাকি থাকে?
সময়ের প্রহসনে ক্ষতির পরিমাণ একটি আস্ত হৃদয়।
প্রতিটি গভীর নিশ্বাসে মুছে যাই,
যেন ছিলাম না কোনোকালেই।
শূন্যতা শূন্য বানিয়ে গেছে শুধু
অনুভূতির বিচ্ছুরণে আমি নিদারুণ অপচয়
অগোচরে মিলিয়ে যাওয়া ধ্রুব পরিণতি।