দিন আনি, দিন খাই
কয়েক গ্লাস লেবুর শরবত
সমস্ত ক্লান্তির পর বরাদ্দকৃত ভর্তুকিও তুচ্ছতাচ্ছিল্য করে, রাগ–অপমান বা দুঃখে পতিত হই
মৃদুমন্দ বাতাসে।

অতঃপর আরও একটা বাস ধরি
গন্তব্য নিকট অদূর, মেঘের রঙ দেখে মেকি উচ্ছ্বাস দেখাই, আজকাল মেঘ দেখলে বেশি চিনি দেওয়া লাল চা মনে হয়।

নিজের সাথে আলোচনা করে
মানব সভ্যতার সম্ভাব্য পরিণতি দাঁড় করাই
অনেকে ঈষৎ বিস্ময়ে তাকায়, বাকিরা সৃষ্টিজগতের সবচেয়ে নির্মোহ জীব।

বেলা করে ঘুমাতে পারি না
কিছু একটা জীবনকে লেবুর শরবত আর সিঙ্গারায় বেঁধে দিয়েছে; জীবন যাপন হয় সিনেমার রিলে,
যাতনায় গলে যায় কাপ আইসক্রিম।

মরে যাওয়ার পরপরই কি বুকে ঘাস জন্মায়?
খালি পায়ে হেঁটে মহা সমারোহে ঘাস খাবে কিছু গরু ও ছাগল, প্রবল আশায় বুক বাঁধি।