পৃথিবী আক্রান্ত হবে দুরারোগ্য বিষাদে
বছরের পর বছর অপেক্ষায় আছি;
হেটে চলছি–নিরবচ্ছিন্ন–ঘাসের দেশ ভেদ করে
বিনির্মাণে আগ্রহী একগুচ্ছ প্রাণের দিকে।
নতুন স্বপ্ন? একই ভুল?
আত্মমর্যাদা ঘুণে খাওয়া
নামহীন পাখি উড়ে যায় মৃত্যুর আনন্দে
প্রেয়সীর কাছে; পাঠ্যবই থেকে ওঠে এসেছে–
প্রেয়সী।
সাধারণ এক গোবেচারার মতো,
রক্ত ঝরেছে–ঈর্ষায় পুড়েছি, চোখ তাকিয়েছে
কেন? উষ্ণ–আর্দ্র–সম্ভাব্য অভ্যর্থনা জোটেনি,
অনন্ত অপ্রয়োজনীয় প্রচেষ্টা সত্ত্বেও।
প্রিয় গান আজ–অপ্রিয়
বিকল্প নেই; দ্বিধা তবুও বেঁচে আছে
প্রেয়সীর শরীরে।

এই অজ্ঞতার সূত্রপাত জুন ২০০৩।