দেয়ালের ওপারে গুটিগুটি প্রণয়
অভিপ্রায়ের কল্যাণে এ দেয়াল ভেঙে যায়,
রূপক হয়ে বেড়ে উঠে সে।
বোধগম্যতা হারিয়ে যাক,
নীড়ে বাসা বেঁধেছে ইচ্ছা–সর্বনাশ এবং প্রতিরোধ
রহস্য বা আপ্রাণ দ্বিধা, অজস্র রঙের মাঝে অদৃশ্য ফুল।
যা কিছু ঘৃণাভরে প্রত্যাখ্যান করি,
ঘুরেফিরে আমার অস্তিত্বে অক্ষুণ্ন আজও;
প্রতি মূহুর্তে হৃদয় ধূসর ছাই হয়ে উড়ে বেড়ায়
অপ্রত্যক্ষ কবিতায়৷
স্বপ্নে সবই স্বপ্ন
শুভাকাঙ্ক্ষী একান্তই সীমাবদ্ধ;
প্রেরিত হোক,
স্বর্গে নির্বাসনের আহ্বান
আহার-নিদ্রা বসেছে অনশনে,
ফিরিয়ে দাও নিস্পৃহতার অধিকার।