ইচ্ছে করছে বুক পেতে দেই অনুতাপের চাপে,
মাথার খুলি উড়িয়ে ফেলি, কান্না জমুক কাপে।
চোখ খুলে দান করে দেই অবশ এক সন্ধ্যায়,
মাথা খুলে দান মেরে দেই মনের এই মন্দায়।
নিজের নামে কাঁচা খিস্তি জপি আসন্ন মহাকাল,
হিমসাগরের মতো দেখতে হলেও আসলে যে মাকাল।
ডানা গজিয়ে লাফ মেরে দেই আকাশের ডাকে,
কত উঁচু থেকে উড়ে গেলে প্রানটা বুঝি থাকে?
পাথর বেঁধে ডুব মেরে যাই কুচকুচে কালো ডোবায়,
কিছু বলতেও পারিনা, কান্নাকে ধরেছে বোবায়।
অথবা দ্রুত গতির গা ঘিনঘিনে বাস,
আমার সাথে টক্কর লাগলেই বাস হবে খালাস।
আর কী আছে? আর কী আছে? ঘুমবন্ধু বাদে?
ঘুমবন্ধুর খপ্পরে পড়ে দেখেছি মন কাঁদে।
শরীরে ঢুকিয়ে দেই অসুখী হওয়ার অসুখ?
অসুখী হয়ে অগণিত প্রেমিকারা যথাযথ ভালোবাসুক।
তারপরও নিশ্বাস নিয়ে অবিশ্বাস থাকে
বেঁচে থাকা যেন দায়সারা
সময়ের এই অসম প্রবাহতে জীবন আঁকে
নষ্ট একদম আগাগোড়া